ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু-বৌদ্ধ- খ্রীস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ধর্ম অবমাননার কথিত অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ এবং একই অজুহাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বহিস্কারের প্রতিবাদসহ ১৩ দফা দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় হয়েছে গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশ। শনিবার (৭ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি দীলিপ কুমার নাগের সভাপতিত্বে বক্তব্য সংগঠনের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ রঞ্জন নাগ, খোকন কান্তি আচার্য, জহর লাল সাহা, সুভাষ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র দাস। এ সময় বক্তারা, কুমিল্লার মুরাদনগরসহ সারাদেশে বিভিন্ন সময় হিন্দুদের উপর হামলা-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের আইনের আওতায় আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।