ব্রাহ্মণবাড়িয়ায় ৭ মার্চ ও জাতীয় দিবস পালিত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৭ মার্চ) সকালে স্থানীয় বঙ্গবন্ধু স্কায়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদ র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সুরসম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বেসামরকি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এর আগে বঙ্গবন্ধু স্কয়ারে সম্পন্ন হয় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর সমাপনী অনুষ্ঠান।