ভবনের স্লোপ সড়কে, যান ও পথচারীর চলাচলে দুর্ভোগ

অফিস রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে ভবনের স্লোপ দেয়া হচ্ছে সড়কে। এতে যান চলাচলে বিঘœ ঘটছে। সৃষ্টি হচ্ছে যানজট। দুর্ভোগে পড়ছেন পথচারীরা। নগরবাসীর দুর্ভোগ কমাতে সিটি করপোরেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন সচেতন নাগরিকরা।
সরেজমিন ঘুরে দেখা যায়,নগরীর ঝাউতলা সড়ক, আদালত সড়ক,মোগলটুলী,চকবাজার,বাগিচাগাঁও,রানীর বাজার,ঠাকুরপাড়া,অশোকতলা ও রেইসকোর্সসহ বিভিন্ন এলাকায় ভবনের স্লোপ দেয়া হয়েছে সড়কে। এতে সড়ক সংকুচিত হয়ে এসেছে। কোথাও তা সড়কের এক তৃতীয়াংশ দখল করে ফেলেছে। এতে গাড়ি চলাচল ও পথচারীদের প্রতিবন্ধকতায় পড়তে হয়।
কুমিল্লা বাগিচাগাঁও এলাকার বাসিন্দা সাংস্কৃতিক সংগঠক জামিল আহমেদ খন্দকার, ২য় মুরাদপুরের বাসিন্দা সামাজিক সংগঠক রফিকুল ইসলাম সোহেল বলেন, কুমিল্লা নগরীতে অনেকে ভবন করেছেন সড়ক লাগোয়া। ভবনের স্লোপটা করেছেন সিটি করপোরেশনের সড়কে। এতে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এছাড়া যানজটও সৃষ্টি হচ্ছে। এটা ওইসব ভবন মালিকদের মানসিক দৈন্যতাও বলা যেতে পারে। জনদুর্ভোগ সৃষ্টি করা স্লোপ গুলো অপসারণ জরুরি। এবিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন কুমিল্লার সাবেক সম্পাদক প্রকৌশলী মীর ফজলে রাব্বী বলেন,যেসব ভবন মালিক অবৈধ ভাবে স্øোপ নির্মাণ করেছেন, সিটি করপোরেশনকে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। নতুবা এরকম প্রবণতা বাড়তেই থাকবে।
কুমিল্লা সিটি করপোরেশন সচিব আশরাফুন নাহার বলেন,এটা একটা জনগুরুত্বপূর্ণ বিষয়। এনিয়ে আমাদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয়সহ সংশ্লিষ্ট ফোরামে কথা বলবো।

inside post
আরো পড়ুন