‘ভোক্তার গলা কাটবে না মজুমদার ওচা নো মিজু’
আমোদ প্রতিনিধি।।
হাইওয়ের পাশে প্রতিষ্ঠিত হওয়ায় ভোক্তার গলা কাটবে না মজুমদার ওচা নো মিজু। এটি সাশ্রয়ী ও পরিচ্ছন্ন খাবার পরিবেশন করবে। বাসার বাইরে ভালো মানের খাবারের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা। পথ চলা মানুষ নিশ্চিন্তে এই খাবার গ্রহণ করতে পারবেন। এসব কথা বলেন, বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের পরিচালকরা। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। এসময় দোয়ার আয়োজন ও কেক কাটা হয়। অনুষ্ঠানে কথা বলেন, ভূমির মালিক তারিকুল ইসলাম মজুমদার,পরিচালক ফয়সাল চৌধুরী,উপদেষ্টা তসিকো অনিসি। উপস্থিত ছিলেন ইয়ামানাকা,হিসাকো আসাদা ও ফুমিকো ওকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিচালক ফয়সাল চৌধুরী বলেন, এই উদ্যোগের সাথে বিদেশিরা থাকলেও খাবারের দাম নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। এখানে নিম্নবিত্তের মানুষজনও খাবার খেতে পারবেন। ২৪ ঘন্টা এটি খোলা থাকবে। চাইনিজ,থাই,বাংলা বিভিন্ন প্রকার খাবার পরিবেশন করা হবে। মান নিয়ে কোন আপোষ করা হবে না।