মই– মতিন সৈকত 

inside post
কবি শিল্পী যখন হয়ে যায় উচ্ছিষ্টভোজী
পদক পদবী পুরস্কার মাসোহারালোভী
পুরানো শব্দের উপমায় করে খেল
ব্যাক্তি বন্দনায় আনে নতুন টাইটেল।
মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত গীতিকার কই
সবাই যেনো খুঁজে রাজ প্রাসাদের মই
দেশের জন্য জীবন উৎসর্গকারী কই
সবায় চায় নিজেদের ভাগ্য উন্নয়ন ঐ।
ধার্মিক আলেম নিজেরদের বিতর্কে ব্যস্ত
টকশো সংলাপে সুশীল গড্ডালিকায় ন্যস্ত
যত পাই তত চাই করেছি দেহের বিকাশ
অনেক আগেইতো হয়েছে আত্মার বিনাশ।
মঞ্চ নাটক খুঁজতে হয় ডিকশনারী
সংস্কৃতি কর্মী সাংবাদিক খেতাবদারী
কোথায়  চিন্তাবিদ বুদ্ধিজীবি অধ্যাপক
কোথায় আলোকিত দেশবরেণ্য সম্পাদক?
চাই শক্ত সামর্থ্য শীর-দাড়া ওয়ালা মানব
বিপদে-আপদে তাড়াবে ভয়ানক দানব।
 দূর্যোগে দুঃসময়ে কে করবে আহবান
কোথায় পাব সে ত্যাগী বীর পালোয়ান।
দেশের প্রয়োজনে চাই  ঐক্য সংহতি
চলুক সাধনা সার্বিক উন্নয়ন অগ্রগতি।
আরো পড়ুন