মহানায়ক আসছে– মাসুদা তোফা
আজ মহানায়ক আসছে লন্ডনের হিথ্রো থেকে দিল্লি হয়ে
পা রাখলে প্রিয় স্বাধীন স্বদেশে, স্বপ্নের সোনার বাংলাদেশে।
দেশব্যাপী আনন্দের বন্যা চারিদিক আজ উল্লাসে বিভোর,
বাঙালির মন প্রাণ উদ্বেলিত উৎসাহিত দিশেহারা।
সাত কোটি বাঙালির আনন্দাশ্রু অশ্রুগঙ্গা হয়ে লুটোপুটি
শিশুর মতোই অঝোরে কাঁদলে বাংলার মাটিতে পা রেখেই।
কাঁদলো বাংলার অগণিত নারী শিশু আবালবৃদ্ধবনিতা ।
তুমি মাটিতে পা রেখেই বললে, দেশ গড়তে ঝাপিয়ে পড়ো সবাই।
নেমে পড়লে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ স্বপ্নের মতো গড়ে তুলতে।
হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছিলে স্বপ্নপূরণের লক্ষ্যে।
একটি শিশুর বেড়ে উঠার জন্মের আর্তনাদ,কী দুর্বিষহ!
অগণিত মানুষের হারানোর যন্ত্রণা শুষে নিলে অন্তরে।
আজ থেকে আত্মপরিচয়ের ঠিকানা লিখে দিলে তুমি।
জয় হলো , তুমি এলে পূর্ণ বিজয় এলো।
জয় জয়ধ্বনি করে স্লোগান মুখর চারপাশ,
এক নজর দেখবে বলে বিজয়ের বরপুত্রকে।
তুমি এলে জয় এলো, সাহস আনন্দ সব এলো
তুমি ছিলে ত্রাণকর্তা , স্বপ্ন , বাংলার ভাগ্যাকাশে।
ভাগ্যিস খোকাই জন্মেছিলো আমাদের দেশ স্বাধীন করতে।