কামের মাইয়ার জীবন

-জীতেন্দ্র জ্যোতি
আমারে আর মাইরেন না মেমছাব,
ঢাইলেন না গরম পানি,
চুরি কইরা খাইচি না হয়
গুরা দুধ একটুখানি!
আফনে আমারে আনচেন বাসায়
কাম করনের লাইগ্যা,
হগ্গল কাম কইরা দেই আমি
দিন-রাইত জাইগ্যা!
আফনেরে দেই পাউডা টিপ্প্যা
সাহেবের চুল টানি,
ভাইয়া-আফার ফরমাইছ খাটি
হগ্গল কথা মানি!
তারপরেও খালি মারেন আমারে
গরম পানি ঢালেন গায়ে,
খন্তি দুইডা গরম কইরা আইনা
ছ্যাঁকা দেন হাতে-পায়ে!
আটকাইয়া রাহেন বন্ধ ঘরে
শুইতে দেন না রাইতে,
আফনেরা খান কত্ত খাবার
আমারে দেন না খাইতে!
দ্যাহেন আমার শরীলডার মইদ্দে
কত্ত ছ্যাকার দাগ,
ইয়ারপরেও আফনাগো উপর
করি না আমি রাগ!
দুকৃকু-কষ্টের জীবন আমার
অইচি কামের মাইয়া,
এমনে কইরাই কি দিন কাটামু
লাত্তি-ঝ্যাটা খাইয়া?
কুমিল্লা, ৯/০১/২০২৩
(বি:দ্র:-জীতেন্দ্র জ্যোতি আগে ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনা করতেন। কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহেরের সাথে তার দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেটা নিয়ে আবু তাহের অশ্লীল ভাষায় তার বিরুদ্ধে ফেসবুকে ছড়া লিখেন। এর প্রতিশোধ হিসেবে তাহের পত্নীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠায় জ্যোতি তার ফেসবুকে এই ছড়া লিখেন।)
https://amodbd.com/%e0%a6%97%e0%a7%83%e0%a6%b9%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a2