মহেন্দ্র খাল দখলে জলাবদ্ধতার দুর্ভোগে লাখো মানুষ

প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মহেন্দ্র খাল। এই খালটি ২০কিলোমিটার এলাকার অধিকাংশ দখল হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার লাখো মানুষ। বেশি দখল হয়েছে উপজেলার হাসনাবাদ এলাকায়। এখানে খালের উপর গড়ে উঠেছে ৫ তলা মার্কেটসহ অসংখ্য অবকাঠামো। কেউ আবার খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ ধরছেন,কেউ মাছ চাষ করছেন। অবৈধ অবকাঠামো ভাড়া দিয়ে দখলবাজরা সুবিধা নিচ্ছেন। এতে বৃষ্টি ও বর্ষায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতার। এই জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের বাড়ি ঘর, মাছের ঘের এবং ফসলী মাঠ পানিতে ভেসে যাচ্ছে। খালের অবৈধ স্থাপনা ও বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন সচেতনরা।
স্থানীয় সূত্র জানায়,উপজেলার শরীফপুর এলাকার ডাকাতিয়া নদী থেকে খালটি উৎপন্ন হয়েছে। সেটি উপজেলার হাসনাবাদ হয়ে বিপুলাসার এলাকার নদনা খালে মিলিত হয়েছে। খালের বিভিন্ন এলাকা ভরাট হয়ে গেছে। কোথাও বাড়িঘর ও দোকান গড়ে তোলা হয়েছে।
স্থানীয় জামাল হোসেন বলেন, উপজেলার অধিকাংশ খাল দখল হয়ে গেছে। ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সরকারি প্রতিষ্ঠানও খাল ভরাট করছে। প্রচলিত বিধান অনুযায়ী নৌকা ঘাট, হালট, পথঘাট লিজ বা ইজারা দেয়ার সুযোগ নেই। সেটিও নকল কাগজপত্র তৈরি করে লিজ দেয়া হচ্ছে।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, এই উপজেলার জলাবদ্ধতা একটি বড় সমস্যা। এতে ফসল উৎপাদন বিঘিœত হয়। তার উল্লেখযোগ্য কারণ খাল দখল। খাল গুলোর অবৈধ দখলদার উচ্ছেদে আমরা কাজ করছি। আশা করছি সবাই আন্তরিক হলে এই দখল প্রতিরোধ করা সম্ভব হবে।

inside post
আরো পড়ুন