মাতৃভাষা দিবসে কুমিল্লা ক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

inside post

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে কুমিল্লা ক্লাবে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারিখঃ ২১শে ফেব্রুয়ারি, ২০২৩, মঙ্গলবার স্থান ঃ কুমিল্লা ক্লাব, সময় – সকাল ৯:৩০ মিনিট, পুরস্কার বিতরণ – বেলা ১১.৩০ মিনিট।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিবরণঃ
ক বিভাগ- শিশু শ্রেণি থেকে ১ম শ্রেণি, বিষয়: বর্ণমালা লিখন, খ বিভাগ- ২য় শ্রেণি থেকে ৩য় শ্রেণি, বিষয়: যেমন ইচ্ছে, গ বিভাগ- ৪র্থ শ্রেণি থেকে ৫ম শ্রেণি, বিষয়: গ্রাম বাংলা, ঘ বিভাগ- ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি, বিষয়: অমর একুশে ফেব্রুয়ারি, ঙ বিভাগ- ৯ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি, বিষয়: ভাষা আন্দোলন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রং, তুলি, পেন্সিল, বোর্ড সাথে করে নিয়ে আসতে হবে। ছবি আকাঁর কাগজ কুমিল্লা ক্লাব থেকে সরবরাহ করা হবে। প্রয়োজনে প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন বিষয়ে ফোনে যোগাযোগ করা যাবে (মোঃ জামাল হোসেন, মোবাইল নং-০১৭১২২৬৭৩৯৯)।-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন