`মানুষকে বিপদে রেখে তিনি করাচি চলে গেলেন’

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।

inside post

গত ১৭ বছর যিনি ফ্যাসিবাদের প্রধান ছিলেন সেই পরিবারের কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না। তাদের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি বলে মন্তব্য করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামরুল হুদা। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন মানুষের মুক্তির জন্য। তিনি এদেশের মানুষের সাথে প্রতারণা করেন নাই। পক্ষান্তরে তখনকার যিনি নেতা ছিলেন, যার স্বাধীনতার ঘোষণা দেয়ার কথা ছিল উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। সাংবাদিকরা যখন উনার কাছে গিয়েছিলেন সারা দেশে বেতারে স্বাধীনতার ঘোষণা প্রচার করার জন্য, তিনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। সাংবাদিকদের তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন- “আমাকে কি তোরা বিপদগ্রস্থ করতে চাস”। যে পাক হানাদার বাহিনী বাংলার নিরীহ ঘুমন্ত মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে সেই পাক হানাদারকে তিনি ফোন করে বলেছিলেন- আমাকে সেফ শেডে নিয়ে চলো। বাংলাদেশ ছেড়ে তিনি করাচিতে চলে গেলেন, এদেশের মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে বিপদের সম্মুখীন রেখে।

গুণবতীর মানুষকে ভাগ্যবান উল্লেখ করে কামরুল হুদা বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গুণবতীতে দুই বার এসেছিলেন, নিজে আপনাদের সাথে খাল খনন কাজে অংশ নিয়েছিলেন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ ঐক্যবদ্ধ, ২০ দিনে বা ২ মাসে একটা ভয়ানক ফ্যাসিবাদ উৎখাত করা সম্ভব নয়, সম্ভব হয়েছে তারেক রহমানের বুদ্ধিবৃত্তিক রাজনীতির কারণে।

শুক্রবার বিকেলে গুণবতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, আ ন ম সলিমুল্লাহ টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব উদ্দিন , বিএনপি নেতা জসিম উদ্দিন, গুণবতী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, আবির আব্দুল্লাহ চৌধুরী, চৌদ্দগ্রামস্থ সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহ-সভাপতি শাহজালাল চৌধুরী, গুণবতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জামাল উদ্দিন খন্দকার, সদস্য সচিব ইস্রাফিল সুজন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন সেলিম, ছাত্রদলের সাবেক সভাপতি সৈকত মজুমদার, গুণবতী ডিগ্রী কলেজের সভাপতি তপু রায়হান চৌধুরী।

ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ জিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, আলকরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজাদ আল মাহমুদ, মেহেদী হাসান মিনারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন