ক্ষতিগ্রস্ত চৌদ্দগ্রাম থানা ভবন মেরামত

উপজেলা রিপোর্টার, চৌদ্দগ্রাম :

গত ৫ আগস্ট হামলায় চৌদ্দগ্রাম থানার আসবাবপত্র, ফার্নিচার, থানার মুল ফটকের চতুর্দিকের জানালার কাঁচ ভাংচুর হয়। সম্প্রতি কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) চৌদ্দগ্রাম থানার ক্ষতিগ্রস্থ জানালা ও কাঁচ মেরামতের উদ্যোগ নিয়েছে। উদ্যোগের অংশ হিসেবে ২ ধাপে অন্তত ৩ লক্ষাধিক টাকার কাঁচ লাগানোর কাজ করেছে চৌদ্দগ্রামের সর্ববৃহৎ সামাজিক এ সংগঠনটি। ইতোমধ্যে ১ম ধাপের কাজ শেষ হয়েছে। শনিবার (২৯শে মার্চ) ২য় ধাপে জানালার কাঁচ মেরামতের কাজ চলছে। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।
কাজী এনাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এনামুল হক বলেন, কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে চৌদ্দগ্রামের সর্বস্তরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। এর আগের করোনা মহামারীর ১ম ও ২য় ধাপে অক্সিজেন সেবা, আর্থিক সহায়তা এবং সর্বশেষ প্রবাসীদের সহায়তায চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের ২৫০ গরিব ও অসহায় পরিবারের মাঝে নগদ ২৫ লাখ টাকা বিতরণ করেছে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ কাজী এনাম ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে কাজী এনাম ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনের গুরুত্ব অপরিসীম। এভাবে সামাজিক সংগঠন, প্রভাবশালীদের সার্বিক সহযোগিতায় চৌদ্দগ্রাম থানার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।