নিহতের পরিবারকে বিএনপির ঈদ উপহার

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম:

inside post

ছাত্র আন্দোলনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে নিহত জামশেদুর রহমানের পরিবারকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি। শনিবার(২৯ মার্চ) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে নিহতের পিতা জালাল আহমেদের হাতে ঈদ উপহার তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কামরুল হুদা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে বিজয় উল্লাস করার সময় চৌদ্দগ্রামে নিহত হন জামশেদুর রহমান। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের জালাল আহমেদের দ্বিতীয় পুত্র।

আরো পড়ুন