মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহবান এলজিআরডি মন্ত্রীর

আমজাদ হাফিজ, লাকসাম।।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশন চত্বরে লাকসাম পৌরসভা কর্তৃক নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল উদ্বোধনকালে মন্ত্রী এ আহবান জানান।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধারা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাঙালী জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছেন। যার ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা অর্জনে সক্ষম হয়। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। সমাজের সর্বস্তরে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাস্তবায়ন হলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসহাক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন, আব্দুল আলিম দিদার, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, খলিলুর রহমান, শাজাহান মজুমদার, গোলাম কিবরিয়া সুমন, নাসিমা সুলতানা, সালমা আক্তার সুমি, মোশফেকা আলম মিতা, উপজেলা যুবলীগের সদস্য মোশারফ হোসেন মজুমদার, কামরুজ্জামান সোহাগ, ওমর ফারুক, আব্দুল কাদের, মাহবুব মোর্শেদ ফারুক, সাজেদুল ইসলাম সজল, শিহাব খাঁন, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে বিকেলে লাকসাম পৌর ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষ্যে লাকসাম পৌরসভা কর্তৃক নির্মিত ভিডিও ডকুমেন্টারি ও প্রকাশিত উন্নয়ন পরিক্রমা বইয়ের মোড়ক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।