মুরগির মাংস ১০০গ্রাম ৩০ টাকা !

সাইফুল সুমন পাটোয়ারী।।
পিস করে মুরগির মাংস বিক্রি। ভারতের আগরতলা বা কলকাতায় এই দৃশ্য দেখা যায়। এবার এই দৃশ্য দেখা গেছে কুমিল্লা ইপিজেডসহ কয়েকটি এলাকায়। ১০০গ্রাম মুরগির মাংস ৩০ টাকা করে বিক্রি হচ্ছে !
ইপিজেড ছাড়াও কুমিল্লা নগরীর টমছম ব্রিজ, ইয়াছিন মার্কেট, মেডিকেল রোড এলাকার বাজারগুলো ঘুরে দেখা যায়, মুরগির মাংস, মাথা ও পা পিচ করে আলাদা আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে। সাধারণ মানুষ তাদের পছন্দমত মুরগির মাথা, পা কিংবা মাংস নিতে পারেন। এতে করে সাধ্যমত চাহিদা মেটাতে পারছে নিম্ন আয়ের মানুষরা।
ক্রেতা মো. মিজানুর রহমান জানান, নিত্য পণ্যের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে আমাদের মাংস খাওয়ার সাধ্য নেই। তাই আমরা এখান থেকে মুরগির মাংসের পিচ করে নিয়ে কোন রকম স্বাদ মেটাই।
বিক্রেতা মো. নুর নবী ও রাসেল জানান, বর্তমানে ব্রয়লার মুরগি ২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এত দামে মুরগি ক্রয় করার সাধ্য অনেকেরই নেই। তাই তারা মুরগির মাংস পিচ করে বিক্রি করছি। ক্রেতারা তাদের পরিমাণ মত মুরগির মাংসের টুকরো ক্রয় করতে পারেন। খুচরা ১০০গ্রাম ৩০টাকা দরে বিক্রি করছি।