‘রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত করেন’

কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন কলেজ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ্ মো. আলমগীর খান। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত করেন। বাঙালির সংকটে, সংগ্রামে, আনন্দে, বেদনায়, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জাগিয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর গান ও কবিতা আমাদের জুগিয়েছে সাহস। বাংলাদেশ পরম ভালোবাসায় তাঁর গানকে গ্রহণ করেছে জাতীয় সংগীত হিসেবে। ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মো. নাজমুল হোসাইন খান, শারমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক মিঠুন মজুমদার, মো. আব্দুল্লাহ আল মামুন। সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রনাথের লেখা গান ও কবিতায় অংশগ্রহন করে কলেজ সাংস্কৃতিক সংগঠন রঙিন ঘুড়ির সভাপতি প্রমিত রায়, সাধারণ সম্পাদক স্নেহা সাহা, রাইয়ান বিনতে জামান জেরিন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন কামরুদ্দিন মুত্তাকী, মারজিয়া, শাহরিয়ার শোয়েব খান।

-প্রেস বিজ্ঞপ্তি।