রুমিন ফারহানা ও চিত্রনায়ক হেলাল খানসহ ৭১জনের কুমিল্লায় জিডি
বিএনপির সমাবেশে মোবাইল ফোন চুরি
অফিস রিপোর্টার।
কুমিল্লায় বিএনপির সমাবেশে শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে রোববার রাত ৯ টা পর্যন্ত কোতয়ালী মডেল থানায় ৭১ জন সাধারণ ডায়েরি করেন। তাদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও চিত্রনায়ক হেলাল খানও সাধারণ ডায়েরি করেছেন। তবে সাধারণ ডায়েরিতে তারা মোবাইল ফোন হারিয়েছেন বলে উল্লেখ করেন। সোমবার কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সনজুর মোর্শেদ বলেন, প্রতিদিনই মোবাইল ফোন হারানোসহ বিভিন্ন বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়। তবে শনিবার ও রোববার মিলিয়ে শুধু মোবাইল হারানোর জন্য ৭১ টি সাধারণ ডায়েরি হয়।
হেলাল খান বলেন, আমি অভিনেতা। আমাকে দেখে অনেকেই ছবি তুলেছে। সেলফি তুলেছে। আমি কি জানতাম মোবাইলটা নিয়ে যাবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, চোরের নাই শ^শুর বাড়ি। ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতি করি। বিভিন্ন সময় মঞ্চে বক্তব্য দিতে হয়। একবার বক্তব্য দেয়ার সময় পকেটে একটি রসালো কমলা রাখলাম। পকেটে হাত দিয়ে দেখি আমার পকেটের কমলাটাও চোর চুরি করে নিয়েছে।