ললিতাসার শশীভূষণ আশ্রমের উদ্বোধন

 

inside post

কুমিল্লার দেবিদ্বারে “ললিতাসার শশীভূষণ আশ্রমের উদ্বোধন হয়েছে। উপজেলার মোহনপুর ইউনিয়নের ললিতাসার গ্রামে রোববার এ উদ্বোধন করেন সর্ব্ব ধৰ্ম্ম মিশনের প্রেসিডেন্ট বাবু সুনীতি রঞ্জন কর।


এ সময় আশ্রম প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন হয়। ক্যাম্পিংয়ের শতাধিক লোকজন চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, ললিতাসার শশীভূষণ আশ্রম ৩৫ বছর পূর্বে প্রচারক শ্রী লক্ষ্মণ চন্দ্র দে কর্তৃক মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয়। সর্ব্ব ধর্মাবতার শ্রী শ্রী মৎ আচার্য্য আনন্দ স্বামী এবং তাঁরই গুণমুগ্ধ শিষ্য সর্ব্ব ধৰ্ম্ম মিশন প্রতিষ্ঠাতা শ্রী লব চন্দ্র পালের প্রচারিত সর্ব্ব ধর্মের আদর্শ প্রচার ও প্রসারে কাজ করে আসছে।
প্রচারক শ্রী লক্ষ্মন চন্দ্র দে কর্তৃক ভবিষৎবাণী অনুযায়ী মন্দিরকে আশ্রমে রূপ দেয়ার প্রচেষ্টা বাস্তবায়ন হয় এবং তাঁর প্রদত্ত নামকরণ অনুযায়ী “ললিতাসার শশীভূষণ আশ্রম”নামকরণ সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রোক ইন্টিমেটসের পরিচালক সঞ্জয় কুমার নাহা, স্বপন চন্দ্র দে, পরিমল বিকাশ ধীর, দত্ত রামকৃষ্ণ সিংহ সহ আরো অনেকে। -প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন