লাকসামে উত্তরদা ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সংবর্ধনা

আমজাদ হাফিজ, লাকসাম॥
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদেরকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।

অনুষ্ঠানে উত্তরদা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন, ১নং ওয়ার্ডের মেম্বার জুনায়েদ মির্জা, ২নং ওয়ার্ডের মেম্বার মাসুদুল হক, ৩নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন, ৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন, ৫নং ওয়ার্ডের মেম্বার অহিদ উল্লাহ, ৬নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডের মেম্বার জামাল হোসেন, ৮নং ওয়ার্ডের মেম্বার খ.ম রিয়াদ হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার আবু ছায়েদ, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার আনোয়ারা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার নুরুন্নাহার বেগম এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সাবিনা আক্তারকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয় দেশের প্রতিটি গ্রামকে শহরের রূপান্তরের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় লাকসাম উপজেলার প্রতিটি গ্রামেও ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক আমি আমার ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরকে সঙ্গে নিয়ে উত্তরদা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।’

উত্তরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বশির উল্লাহ বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাওলানা নুরুল আমিন সিদ্দিকী, মোতাহের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মামুন, মাষ্টার ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন, হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম মিয়াজী, সাবেক প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খ.ম রিয়াদ, যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, লুৎফুর রহমান, হাসানুল ইসলাম রনি, নুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি (দক্ষিণ শাখা) সালাউদ্দিন সুজন, সাবেক সাধারণ সম্পাদক (উত্তর শাখা) মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগ (উত্তর শাখা) সভাপতি খন্দকার মোহাম্মদ সুজন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ (দক্ষিণ শাখা) সভাপতি ফয়সাল আহমেদ শুভ, সাধারণ সম্পাদক আব্দুল আসাদসহ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।