লাকসামে গ্রামবাসীর সাঁকোর ৫০বছরের ভোগান্তি

অফিস রিপোর্ট

inside post

কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল। এই গ্রামের মানুষ একটি সাঁকোর জন্য ৫০বছর ধরে ভোগান্তিতে পড়ছেন। গ্রামের মোল্লা বাড়ি ও পশ্চিম পাড়ার সংযোগ সড়কের নলুয়া খালের শাখা খালের ওপর সাঁকোটির অবস্থান। গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ প্রতিদিন ওই স্থানের বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অনেকে সাঁকো দিয়ে পড়ে আহত হয়েছেন। সম্প্রতি সাঁকোটি স্থানীয় উদ্যোগে সংস্কার করা হয়েছে। এখানে ব্রিজ নির্মাণের দাবি গ্রামবাসীর।
স্থানীয় বাসিন্দা আমীর হোসেন ও রবিউল হক জানান,দেশ স্বাধীনের আগে থেকে এখানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। প্রতি বছর সাঁকোটি স্থানীয়দের সহযোগিতায় সংস্কার করা হয়। এবারও মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাঁশ সংগ্রহ করেছি। সাঁকো থেকে পড়ে প্রায় সময় শিশু ও বয়স্করা আহত হচ্ছেন। এই ইউনিয়নে আর কোথাও বাঁশের সাঁকো নেই। এখানে একটি ব্রিজ নির্মিত হলে মানুষের দুর্ভোগ কমবে।

মোল্লা বাড়ির বাসিন্দা ইমাম হাছান মোল্লা খোকন বলেন, নলুয়া খালের শাখার খালের ওপরে নির্মিত সাঁকো দিয়ে চলাচলে মানুষজন ভোগান্তিতে পড়ছেন। একটি ব্রিজ নির্মিত হলে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।
স্থানীয় উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। তবে এই সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ পড়ে আহত হচ্ছেন বলে জেনেছি। ছোট বরাদ্দ দিয়ে ওই স্থানে ব্রিজ করা যাবে না। বড় বরাদ্দ পেলে এখানে ব্রিজ নির্মাণ করা হবে।

আরো পড়ুন