‘লালমাই পাহাড় বাঁচাতে প্রশাসনের পায়ে ধরে ছিলাম’

 প্রতিনিধি।।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা অঞ্চলের সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, লালমাই পাহাড় বাঁচাতে প্রশাসনের পায়ে ধরে ছিলাম। তারা কথা রাখেনি। কুমিল্লা পৌর সভা থেকে সিটি কর্পোরেশন হয়েছে। কী পেয়েছি আমরা? কিছু উঁচু ভবন। এছাড়া আর কিছু না। কেউ বিল্ডিং কোড মানছে না। নগরীতে সবুজায়ন নেই। রবিবার কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক কর্মশালায় তিনি এ বক্তব্য রাখেন ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু বলেন, কুমিল্লাকে বলা হতো ব্যাংক আর ট্যাংকের শহর। সে ঐতিহ্য আমরা হারিয়েছি। এ বিষয়ে নাগরিক সচেতনতা দরকার। কর্মশালার শেষ পর্বে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মুখোমুখি কবিতা আবৃত্তি করেন তিনি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন বাংলাদেশের ব্যবস্থাপনায় মানববন্ধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

???????

কর্মশালায় অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লা আইডিয়াল কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, মিশন গ্রিন বাংলাদেশ আহ্বায়ক আবুল বাশার মিরাজ। সঞ্চালনা করেন মিশন গ্রিন বাংলাদেশের পরিচালক আহসান রনি।
কর্মশালা শেষে টাউনহলে মানববন্ধন করেন সদস্যরা। শেষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তারা।