শিক্ষার্থীদের ভালোবাসায় শিক্ষকের স্কুলে ফেরার গল্প

মোহাম্মদ শরীফ।
সুস্থ হয়ে প্রিয় শিক্ষক ফিরেছেন স্কুলে। তাই শিক্ষার্থীদের আনন্দের সীমা নেই। সোমবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক মো. জহীর উদ্দিনের ফিরে আসায় তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
স্কুল সূত্রে জানা যায়, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের সংসারে সিনিয়র সহকারী শিক্ষক মো. জহীর উদ্দিন একমাত্র উপার্জনকারী। সাদামাটা জীবন পার করা এই শিক্ষক হৃদরোগে আক্রান্ত হন। ওপেন হার্ট সার্জারিতে ৭-৮ লাখ টাকার চিকিৎসা খরচের প্রয়োজন হয়। খরচ যোগাতে না পেরে দুশ্চিন্তায় দিন পার করছিলেন তিনি। শিক্ষক জহীর উদ্দিনের অসুস্থতার খবরে এগিয়ে আসেন সাবেক শিক্ষার্থী, এলাকাবাসী, প্রবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। সম্মিলিত ভাবে সংগ্রহ করেন প্রায় দশ লাখ টাকা। সেই টাকায় প্রিয় শিক্ষক ঢাকায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরায় হাসি ফুটেছে সবার মুখে। প্রায় দুই মাস চিকিৎসা শেষে সোমবার বিদ্যালয়ে ফেরায় শিক্ষক জহীর উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় বিদ্যালয় প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস ভুইয়া বলেন, ‘জহীর স্যারের সুস্থতার জন্য সম্মিলিত ভাবে সকলে যে উদ্যোগ গ্রহণ করেছে তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিএম মফিজুল ইসলাম বলেন, ‘আমরা ভেবেছিলাম জহীর স্যারকে হয়তো আর ফিরে পাবো না। সকলে সম্মিলিত উদ্যোগে তাঁকে আমরা উন্নত চিকিৎসা দিতে পেরেছি। তিনি এখন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে এসেছেন। এটা আমাদের জন্য আনন্দের।’
সুস্থ হওয়া শিক্ষক মো জহীর উদ্দিন বলেন, ‘ঢাকায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে প্রিয় প্রতিষ্ঠানে ফিরেছি। সুস্থতার জন্য সবার দোয়া চাই। যারা আমার পাশে ছিলেন সবার জন্য দোয়া করি।’
শিক্ষক জহির উদ্দিনের জন্য শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস ভুইয়া, সভাপতি জিএম মফিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম, আবু তাহের, সত্যের পক্ষে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো জিয়াউল আফসার, নাথের পেটুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান ও সাবেক শিক্ষার্থী রাসেল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য-মো. জহীর উদ্দিন ১৯৯৭ সালে মনোহরগঞ্জের ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দান করেন। দীর্ঘ ২৬ বছর যাবৎ তিনি প্রতিষ্ঠানটিতে পাঠদান করছেন।