শিক্ষার্থীদের শহীদ মিনার উপহার

 প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিরাল্লা সাদত খান উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৬০ সালে। কিন্তু প্রতিষ্ঠার ৬৩ বছরেও বিদ্যালয়টিতে স্থায়ীভাবে নির্মিত হয়নি শহীদ মিনার। প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারি এলেই শিক্ষার্থীদের অনেকটা দূরে গিয়ে সড়কের পাশের একটি শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে হয়।  শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকার
সম্প্রতি শিক্ষার্থীদের শহীদ মিনার উপহার দেন।
 ভাষার মাসে নিজ প্রতিষ্ঠানে শহীদ মিনার পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. ফেরদৌস খন্দকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী আহামদ খান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।