শিক্ষার্থীর উপর হামলায় ভিক্টোরিয়া কলেজ প্রশাসনের নিন্দা ও প্রতিবাদ

 

আবু সুফিয়ান রাসেল।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র আশিক ইরানের উপর হামলার নিন্দা জানিয়েছে কলেজ প্রশাসন। মঙ্গলবার কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘রসায়ন বিভাগের শিক্ষার্থী, দৈনিক রুপসী বাংলার কলেজ প্রতিনিধি, ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম সম্মাদক আশিক ইরানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবী জানাচ্ছি আমরা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরিবার’’

ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, আমাদের ছাত্র আশিক ইরানের উপর হামলার বিষয়ে অধ্যক্ষ মহোদয় ও উপাধ্যক্ষ মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। স্যার দ্রুত বিচার কামনা করেছেন। কলেজ প্রশাসন তোমাদের সাথে আছে। দুর্বৃত্তদের বিচারের আওতায় আনতে সকল সংগঠনের সব সদস্যদেরকে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি। অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় ও শিক্ষক পরিষদ তোমাদের সাথে আছে। যেকোন যৌক্তিক পদক্ষেপের সাথে কলেজ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় নগরীতে অনলাইন থেকে

আহত শিক্ষার্থী আশিক ইরান

পণ্য ক্রয় করে, টাকা বিনিময় করতে গিয়ে হামলায় শিকার হয়েছেন এ ছাত্র। বিষয়টি ৯৯৯ জানানো হয়েছে, সাথে সাথে পুলিশ সহযোগীতা করেছে। সোমবার কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেছে, তার পরিবার। বুধবার কুমিল্লা কান্দিরপাড়ে বেলা ১১ টায় মানববন্ধনের ঘোষণা দিয়েছে ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)।