সুস্থ থাকতে সংস্কৃতির বিকল্প নেই: ভিক্টোরিয়া অধ্যক্ষ 

 

inside post

 প্রতিনিধি ।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নাট্যসংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) ১৮তম ব্যাচের অডিশন রাউন্ড সম্পন্ন হয়েছে। নতুন ব্যাচে ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) অডিশন কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও ভিসিটির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা।

বক্তব্যে তিনি বলেন, সুস্থ জীবনযাপনের জন্য সংস্কৃতির বিকল্প নেই। প্রতিষ্ঠালগ্ন থেকে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। আশা করি, নতুনরা এসে ভিসিটিকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মো. গোলাম সোহরাব হাসান, ভিসিটির প্রধান শিক্ষক উপদেষ্টা ও সংস্কৃত বিভাগের প্রধান প্রফেসর জিতেন্দ্রনাথ তরফদার, সাবেক প্রধান শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর মশিউর রহমান ভূঁইয়া, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মুনসুর হেল্লাল।

এছাড়া উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, ভিসিটির সাবেক সভাপতি ও কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন, সাবেক সভাপতি শাহাদাত হোসেন, দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফারহানা আহমেদ, নূর হোসেন রাজিব, সাবেক সভাপতি পৃতুল দাস, সাবেক ভিসিটিয়ান এমদাদুল হক সোহাগ, নাট্যব্যক্তিত্ব আশিকুর রহমান শিশির প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিসিটির সভাপতি মোঃ সাব্বির আহমেদ। সঞ্চালনা করেন, ভিসিটির সাধারণ সম্পাদক অনিক দেব। অডিশন কার্যক্রমের আহ্বায়ক ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ।

অডিশন রাউন্ডে ভিসিটির বর্তমান কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও নিয়মিত সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন