শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা

অফিস রিপোর্টার।।
শেখ রাসেল ছবি এঁকে পুরষ্কার পেয়েছেন শিশুরা।  সোমবার শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে কুমিল্লা সিটি কর্পোরেশন। এতে ১১৮জন শিশু কিশোর অংশ গ্রহণ করেন। চারটি বিভাগে ১৩জনকে পুরষ্কার প্রদান করা হয়। দিবস উপলক্ষে নগর ভবনে তথ্যচিত্র প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগীতা-পুরষ্কার বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ পর্বে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম। 
নারী নেত্রী দিলনাশি মোহসেন, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল। প্রধান প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইঁয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন- উদ্দিন চিশতীসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী মো. আবু সায়েম ভূইঁয়া, সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের প্রধান মোহাম্মদ শাহীন প্রমুখ।
চিত্রাংকন প্রতিযোগীতায় শতাধিক শিশু-কিশোর অংশ গ্রহণ করেন। প্রতিযোগীতায় বিচারক হিসাবে ছিলেনশিল্পী রেয়াজুল হক কাজল, শিল্পী মো. মিজানুর রহমান।
 ক-বিভাগে পুরষ্কার পেয়েছেন তনুশ্রী রায়, সুবাহ ই নুরীম আরফী, প্রাঞ্জল বড়ুয়া প্রাপ্ত। খ-বিভাগে পুরষ্কার পেয়েছেন নকশা দেবনাথ, অভয় দেবনাথ, প্রত্যয় ঘোষ। গ- বিভাগে পুরষ্কার পেয়েছেন সায়লা বিনতে বাশার, তাহসিনা সাফরিন, মো. রওনক সাইফ। ঘ-বিভাগে পুরষ্কার পেয়েছেন মাঈনুল ইসলাম, মারিয়া কবির ঈসা, আতিকুর রহমান সিয়াম। বিশেষ পুরষ্কার পেয়েছেন মাহজাবিন বিনতে হুদা নিশাদ।
প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করা হয়।