সমর্থকের বাড়ি সাজলো আর্জেন্টিনার পতাকার রঙে

 

inside post

আবদুল্লাহ আল মারুফ।।
পুরো বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন। ছাদের ওপরে উড়ছে আর্জেন্টিনার পতাকা। রঙিন বাড়িটি দেখতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ। অনেকেই এখন আর্জেন্টিনা বাড়ি নামেই চেনেন বাড়িটিকে। বাড়িটি কুমিল্লা নগরীর চাঁনপুর এলাকায়। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠার পর নিজের দৃষ্টিনন্দন বাড়ির ছবি আপলোড করেন। মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয় ছবিটি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের শুরু দুই সপ্তাহ আগে শুরু হয় বাড়ির রঙ করার কাজ। আর বিশ্বকাপের প্রথম দিনে কাজ শেষ হয় বাড়িটির। সেদিন থেকেই মানুষ বাড়টিকে আর্জেন্টিনা বাড়ি হিসেবে চেনেন। বাড়িটির মালিক চিত্র শিল্পী সামিউল আলম জাহেদ। তিনি চাঁনপুর এলাকার মেম্বার বাড়ির মো. শহিদুল আলমের ছেলে।
সামিউল আলম জাহেদ বলেন, ছোট বেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার। বিশ্বকাপ শুরুর দিনে কাজ শেষ হয়। প্রায় দুই সপ্তাহ আগে কাজ শুরু করি। পুরো বাড়ি রঙ করতে প্রতিদিন চারজন শ্রমিক কাজ করতেন। সব মিলিয়ে প্রায় অর্ধলক্ষ টাকা খরচ হয়েছে। এর আগে একবার ছবি আপলোড করেছিলাম। তখন অনেকেই নানান ধরণের মন্তব্য করেছিল। আর্জেন্টিনা হারবে, এটা দিয়ে লাভসহ নানান ধরনের। পরে আমি কেটে দিয়েছিলাম। যখন আজ (১৪ ডিসেম্বর) আবার পোস্ট করলাম। এখন দেখি মানুষ শেয়ার করছে। প্রিয় দলের সমর্থন করি। যত যাই হোক দলের প্রতি ভালোবাসা থাকবে। বিশ্বকাপ প্রিয় দল আর্জেন্টিনাই চ্যম্পিয়ন হবে এমন প্রত্যাশা করেন সামিউল।

আরো পড়ুন