সমান ভাগে সিল মারার দাবি!

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
কুমিল্লার বরুড়া পৌরসভা নির্বাচন। এখানের বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। বুথে নৌকা ছাড়া অন্য প্রতীকের মেয়র প্রার্থীর এজেন্ট নেই। এনিয়ে কারো মাথা ব্যথাও নেই। এই কেন্দ্রে চারজন কাউন্সিলর প্রার্থী। তারা কেন্দ্রে প্রবেশ করা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে।  তাদের কেন্দ্রে  দায়িত্বে থাকা পরিদর্শক বিল্লাল হোসেন ও এএসআই হুমায়ুন কবির  সরিয়ে দেন। বাইরে তাদের বিবাদ না করার পরামর্শ দেন স্থানীয় এক নেতা। তিনি তাদের বলেন,তোমরা মেয়র প্রার্থীর দিকে তাকিয়ে ঝামেলা করো না। মেয়র( নৌকা)  প্রার্থীকে পাশ করাতে হবে। তিনি আরও বলেন,তোমরা কি চাও? এক কাউন্সিলর প্রার্থী বলেন, আমি ভোটের (ব্যালটে জোর করে সিল মারা) সমান ভাগ চাই!
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার একে এম ফজলুল হক বলেন,এখনো কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  সুষ্ঠু ভোট গ্রহণের চেষ্টা করছি।