ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী টাউন খাল রক্ষায় মানববন্ধন
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপন, তালিকা করে দখলদার উচ্ছেদ, নদীর গভীরতা সমান খাল খনন, সৌন্দর্য্য বর্ধনসহ পাঁচ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন করেছে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’। শনিবার (৩০ জানুয়ারি) সকালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে টাউন খালের উপর ব্রীজে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।
নোঙর জেলা শাখার সভাপতি শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোঙরের কেন্দ্রীয় সভাপতি সুমন শামস, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া বিএমএ’র সভাপতি ডা. মোহাম্মদ আবু সাঈদ, নোঙর জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, খেলা ঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, কামরুজ্জামান খান টিটু, সোহেল আহাদ, শিপন কর্মকার প্রমূখ। এ সময় বক্তারা খালের সীমানা নির্ধারণ করে সীমানা পিলার স্থাপন, তালিকা করে দখলদার উচ্ছেদসহ নদীর গভীরতা সমান খাল খনন ও সৌন্দর্য্য বর্ধনের দাবী জানান।