এবারও কুমিল্লা বোর্ডে এইচএসসিতে এগিয়ে মেয়েরা
আমোদ প্রতিনিধি।।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাঁচ হাজার ৩৮৬ জন মেয়ে এবং তিন হাজার ৯৭৮ জন ছেলে।
২০১৯ সালের পরীক্ষায় এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল দুই হাজার ৩৭৫ জন। ২০১৮ সালে ৯৪৫ জন।
শনিবার ফলাফল ঘোষণার পর কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। এসব শিক্ষার্থীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে। এবার কুমিল্লা বোর্ডের অধীনে ছয়টি জেলার ৩৯৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই শতভাগ পাস করেছে। ২০১৯ সালে এ শিক্ষা বোর্ডে পাসের হার ছিলো ৭৭.৭৪। এর আগে ২০১৮ সালে পাশের শতকরা পাসের হার ছিল ৭৭.৩৩ শতাশ।
তিনি আরও জানান, এবার কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো এক লাখ ২ হাজার ৪৩৫ জন। এর মধ্যে মেয়ে ৫৮ হাজার ১৭ জন এবং ছেলে ৪৪ হাজার ৪১৭ জন।