সাঙ্কেতিক ভাষায় দ্রুত ব্রাহ্মণবাড়িয়ায় রেলসেবা চালুর দাবী
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
এবার সাঙ্কেতিক ভাষায় ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুত নেলসেবা চালুর দাবী জানালেন মূক বধিররা।দ্রুত রেলস্টেশন পুন: সংস্কার ও অবিলম্বে সকল ট্রেনের যাত্রাবিরতিসহ ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয় মূক ও বধির সমাজকল্যাণ সংঘ।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সহকারী পরিচালক সাজ্জাদ আনোয়ারের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক তৌহিদ, সদস্য অপু, সোহাগ, জাহিদ, রহিম প্রমুখ। এসময় তারা সাঙ্কেতিক ভাষায় দ্রুত দাবি বাস্তবায়িত না হলে ব্রাহ্মণবাড়িয়াবাসীর স্বার্থে লাগাতার আন্দোলন করার কথা জানান।
উল্লেখ্য, গত ৩৬-২৮ মার্চ হেফাজতে ইসলামের আন্দোলন-হরতালকে ঘিরে সৃষ্ট তাণ্ডবে পুড়িয়ে দেয়া হয় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন। সেই থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নেই ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে চলাচলকারী কোনো ট্রেনেরই যাত্রাবিরতি। দুর্ভোগে আছেন লাখো মানুষ, সরকার হারাচ্ছেন রাজস্ব আয়।