সাবেক এম.পি ফজলে করিম পালানোর সময় আখাউড়ায় আটক
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম-৬(রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী আটক হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলার আখাউড়া উপজেলা আব্দুল্লাহ্পুর এলাকা থেকে বিজিবি’র হাতে আটক হন। এসময় হান্নান ও নাইম নামের দুই যুবককেও আটক হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কালীকচ্ছ ব্যাটালিয়নের একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আটককৃত চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী বিজিবি হেফাজতে ছিলেন। আটককৃতদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলমান বলে বিজিবি সূত্র নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী অবৈধভাবে ভারতে যেতে চাচ্ছিলেন। স্থানীয় একটি পাচারকারি চক্রের সঙ্গে সমঝোতায় ভারতে পালানোর চেষ্টা করেন তিনি। সীমান্তঘেঁষা আব্দুল্লাহপুর এলাকা থেকে বিজিবি জওয়ানরা তাকে আটক করে। এসময় হান্নান এবং নাইম নামে আরো দুই যুবককে আটক হয়।