‘সুন্দরী একজন নারীর কথা জিজ্ঞেস করতেন ওবায়দুল কাদের’

মহিউদ্দিন মোল্লা,কুমিল্লা।।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিকদার তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচন করেন। তিনি লিখেছেন-কুমিল্লা থেকে গেলে সুন্দরী একজন নারীর কথা জিজ্ঞেস করতেন ওবায়দুল কাদের। ৫৫বছর কি রাজনীতি করলেন যে বাথরুমে পালাতে হলো। মঙ্গলবার সন্ধ্যায় ফোনে তিনি পোস্ট দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন,আমি জেনেশুনে পোস্টটি দিয়েছি।
এই রিপোর্ট লেখার সময় দেখা গেছে-তিনি ৬ঘন্টা আগে পোস্ট করেন। সেখানে তিনি লিখেন-জানিনা কাদের ভাইয়ের সত্যিকারের সাক্ষাৎকার নাকি এটা? যদি সত্যি হয়ে থাকে তা হলে আপনার প্রতি ঘৃণা আরো দশগুন বেড়ে গেলো। গত ৫৫ বছর কি রাজনীতি করলেন? বাথরুমে গিয়ে পালাতে হলো??? ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে একাধিকবার মন্ত্রী, দলের সাধারণ সম্পাদক, প্রেসিডিয়ামের মেম্বার কোনটাই তো বাদ রাখেননি। সারা বাংলাদেশ না। আপনার নির্বাচনী এলাকার লোকদের খুশি রাখতে পারেননি বিগত ৫৫ বছর? কি ভাবে রাখবেন? যখনি আপনার সাথে দেখা করতে যেতাম তখনি কুমিল্লার সুন্দরী একজন নারীর কথা জিজ্ঞেস করতেন— ও কেমন আছে? আজকে তার প্রতি ফল ভোগ করছেন,প্রকৃতি কাউকেই ছাড় দেয়না। আপনি বিভিন্ন জেলা এবং মহানগরের শতশত ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের জীবন ধ্বংস করে দিয়েছেন। ঐ সমস্ত জেলা ও মহানগরের সুন্দরী নারীদের পেয়ে পদ পদবি দিয়ে। যাদের আগে কোন রাজনৈতিক পদও ছিলোনা যোগ্যতাও ছিলোনা। তৃণমূল থেকেও গড়েও উঠেনি। আমাদের সভানেত্রী থেকে শিখেননি কি ভাবে রাজনীতি করলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মতো মাঠ তৈরি করা যায়। আমি জানি আপনি আবার রাজনীতিতে ফিরবেন বাট আই ডোন্ট কেয়ার,, একজনকে না একজনকে সত্যটা বলতে হবে!!
