সুবিধা বঞ্চিতদের মাঝে স্কুল ব্যাগ ও খাতা বিতরণ


হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লার বরুড়া উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও খাতা বিতরণ করেন ইনার হুইল ক্লাব ঢাকা আপডাউন।
১৪ মার্চ শুক্রবার বিকেলে প্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস সেন্টারের পরিচালক তুহিন আহমেদ প্রজন্মের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নু- এমং মারমা মং।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক নিলুফার বেগম, ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ এর প্রতিনিধি মাহমুদ রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক কবি রিমা চিশতি, বিসিআইসির সাবেক জেনারেল ম্যানেজার ফারুকুল ইসলাম,ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ২০০ শিক্ষার্থীদেরকে আকর্ষণীয় স্কুল ব্যাগ ও খাতা উপহার দেওয়া হয়। উপহার পেয়ে খুশি হন শিশুরা। মোটিভেশনাল প্রোগ্রামে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উৎসাহিত হয়।
এমন মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সাইন্সের ডিন প্রফেসর ডঃ ডিপু সিদ্দিকী, সংগঠনের সাধারণ সম্পাদক কবি রিমা চিশতি, প্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস সেন্টারের পরিচালক তুহিন আহমেদ প্রজন্ম, সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদারসহ এলাকার গণমান্য ব্যক্তিদেরকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।