‘স্কুল থেকে চুরি শুরু পিএসসিতে গিয়ে শেষ!’
হাসিবুল ইসলাম সজিব।।
পরীক্ষার আগের দিন শিক্ষক অনলাইন কল দিয়ে ছাত্র ছাত্রীদের বলে এসো অনলাইনে তোমাদেরকে কমন প্রশ্ন গুলোর উত্তর শিখিয়ে দিচ্ছি। স্কুল থেকে চুরি শুরু করবে পিএসসি’তে গিয়ে শেষ হবে, বাবার তো ৫০ লক্ষ টাকা আছে। আধা কাঁচা পরীক্ষা পদ্ধতি, বই খুলেও ৪০% উত্তর আসে না। কুমিল্লায় জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাংলাদেশের শিক্ষাব্যবস্থা: ভবিষ্যত কোন দিকে শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
১২ জুলাই (শুক্রবার) বিকালে কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগারের মুক্তিযুদ্ধ কর্নারের এ সভার আয়োজন করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ শেখের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন ডা. মোঃ আরিফ মোর্শেদ খান। এতে আরো বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ মুসলিম বিন হাই,যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া রাজিব, কুমিল্লা কবি নজরুল কলেজের সহ-সভাপতি ফরাজ কামাল,ফেনী অগ্নিবীনা কালচারাল স্কুলের অধ্যক্ষ ইন্দ্রানী ভট্টাচার্য সোমা,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়, অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাশ, অধ্যক্ষ লিখিল চন্দ্র রায়, সহকারী অধ্যাপক আবু তাহের, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য নয়ন পাশা ও বিটুল তালুকদার প্রমুখ।
শিক্ষিকা তামান্না আফরোজ বলেন, গ্রামের একজন মা তার ছেলেমেয়েদেরকে চাল ডিম বিক্রি করে লেখাপড়া শেখান। তারা কি জানেন বর্তমানে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। প্রতিবার শিক্ষা কার্যক্রম পরিবর্তনের কারণে আমরা শিক্ষকরাও বড় অসহায়, কবি এখানে নীরব।
অভিভাবক সমীর চন্দ্র অধিকারী বলেন, পরীক্ষার আগের দিন শিক্ষক অনলাইনে কল দিয়ে ছাত্র ছাত্রীদের বলেন অনলাইনে এসো তোমাদেরকে কমন প্রশ্ন গুলোর উত্তর শিখিয়ে দিচ্ছি। স্কুল থেকে চুরি শুরু করবে পিএসসি’তে গিয়ে শেষ হবে, বাবার তো ৫০ লক্ষ টাকা আছে। আধাকাঁচা পরীক্ষা পদ্ধতি, বই খুলেও ৪০% উত্তর আসে না। এতে কি আমাদের ছেলেমেয়েরা সত্যিকার শিক্ষা গ্রহণ করতে পারলো.! অভিভাবকদের একটাই আন্দোলন বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা হোক।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য নয়ন পাশা বলেন,বর্তমান শিক্ষা ব্যবস্থা বাতিলের দাবিতে ৬৪টি জেলায় ৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহের কার্যক্রমে ৪৩টি জেলা সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই বাকি ২১ টি জেলা শেষ করে শিক্ষা মন্ত্রণালয় স্মারকলিপি জমা দিবো।
(ছবি: আল-আমিন কিবরিয়া।)