‘স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন কাজ করে যাচ্ছে’
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে, সেবা দেওয়ার মানসিকতা সম্পূর্ণ করে দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন কাজ করে যাচ্ছে। কাব কার্নিভাল অনুষ্ঠানের মাধ্যমে কাব স্কাউটের আনন্দদায়ক, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পায় । এসব কথা বলেন কুমিল্লা পিটিআইতে কাব কার্নিভালের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপনায় ২৯৮তম ও ২৯৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কাব কার্নিভাল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট কুমিল্লায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় ২৯৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কোষাধ্যক্ষ মো. আক্তারুজ্জামান এলটির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ২৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক উপ—কমিশনার জনসংযোগ ও মার্কেটিং মো. আবদুর রাজ্জাক এলটি। এ সময় উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক ও বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার মো. আমির হোসেন, মো. ওয়াহিদুজ্জামান, মো. রফিকুল ইসলাম ভূইয়া, সাঈদ মো. দেলোয়ার হোসেন, কাজী কবির হোসেন, এ কে এম জাহাঙ্গীর হোসেন, উডব্যাজার জান্নাতুল ফেরদৌস, নাছিমা আক্তার পাখি, খোরশেদ আলম, তাহমিনা ইয়াসমিন, মো. জসিম উদ্দিন, আফরোজা সুলতানাসহ শতাধিক প্রশিক্ষণার্থী।-প্রেস বিজ্ঞপ্তি।