‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভূমিকা রাখবে’

প্রতিনিধি।।
কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ২০৪১ সালের যে বাংলাদেশ আমরা বিনির্মাণের চেষ্টা করছি সেটা অবশ্যই হবে, তবে এ যাত্রার মূল অন্তরায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতি মুক্ত হতে হবে। আজকের শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত হওয়ার শপথ নিয়ে এগিয়ে যেতে হবে।
১৭ ফেব্রুয়ারি শনিবার কুমিল্লা কোটবাড়িতে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি ড. তারিকুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি আরো বলেন,৪১ সালের জ্ঞান ও প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভূমিকা রাখবে। কুমিল্লায় যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন আমি দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন ড. তারিকুল ইসলাম চৌধুরী, সেজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার অধ্যাপক জামাল নাছের, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. প্রকৌশলী মোঃ শাহ জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর (এডমিন) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়ামসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান মনির হোসেন, শিক্ষার্থীদের মধ্যে সানজিদা আক্তার, অপন আহম্মদ, ফারহানা ইভা, কাজী মোহায়মিনুল মাহী প্রমুখ।