১৫০ শিশুর মুখে খুশির চাঁদ উঠেছে!

 

কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে এবং কুমিল্লা রেলস্টেশনে ১৫০ জন শিশুর মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়। নতুন জামা পেয়ে শিশুদের মুখে খুশির চাঁদ উঠে।

এস এস সি ২০০২ ও এইচ এস সি ২০০৪, বাংলাদেশের ৪৭ হাজার সদস্যের  “সাইলেন্ট স্মাইল ” সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদের জামা তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন এস এস সি ২০০২ এবং এইচ এস সি ২০০৪, বাংলাদেশ গ্রুপের মিথিলা মজুমদার মুমু, কামাল খান বুলি, আফসার উদ্দিন রাফি,আবু রায়হান, এম.এ.কাইয়ুম, ইনজামানুল হক ভূঁইয়া সৈকত, মোঃ সেলিম,আরিফুর রহমান উজ্জ্বল, শাহিনুজ্জামান শাহীন, জিয়াউল হাসান বনি,আরিফিন হক পিয়াস,মাহাদিবিন হুসাইন,জালাল উদ্দিন রূপক ও ফরহাদ।

উল্লেখ্য-২০১৭ সাল থেকে শুরু করে প্রতি বছর সারা বাংলাদেশে একযোগে একই দিনে এই ইভেন্টটি পালিত হয়। এবছরও কুমিল্লাসহ ঢাকা, চট্টগ্রাম,খুলনা এবং গাজীপুরে পথশিশুদের মাঝে ঈদের জামা বিতরণ করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।