কখন ইনশাল্লাহ বলবো?

অনলাইন ডেস্ক।।

ইনশাআল্লাহ একটি আরবি শব্দ। এর অর্থ যদি আল্লাহ চান।‌ কথোপকথনে এটি ব্যবহার করা মহান আল্লাহর নির্দেশ। মুসলমানদের আলাদা এক সভ্যতা-সংস্কৃতি।

কিন্তু বর্তমানে এই শব্দের ভুল ব্যবহার প্রকট আকার ধারণ করেছে। এখানে ইনশাআল্লাহ শব্দ‌ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো :

মহান আল্লাহর ওপর ভরসা করে মূলত প্রত্যকটি কাজ করতে হয়। আর সে কাজ যদি বৈধ ও ভবিষ্যতে করার নিয়ত থাকে তখন ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করতে হয়। যে কাজ সম্পন্ন করা হয়েছে তার ক্ষেত্রে নয়। কোরআনে এসেছে, ‘তোমরা ইচ্ছা করবে না (তোমাদের ইচ্ছা বাস্তবে রূপ নেবে না) যদি না আল্লাহ ইচ্ছা করেন যিনি জগৎসমূহের প্রতিপালক।’ (সুরা :তাকভির, আয়াত : ২৯)