কুমিল্লায় ৭ জন গুলিবিদ্ধ, সৌরভকে নেয়া হচ্ছে ঢাকায়

 

 প্রতিনিধি।
কুমিল্লায় শনিবার দুপুরে নগরীর পুলিশ লাইনস,বাগিচাগাঁও ও রেইসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন আরফান মজুমদার (১৬), সৌরভ (২৫), মারুফ (১৬), আসিফ (১১), মৃদুল (১২), সুজন (১৩) ও সানি (১৮)। তাঁরা সবাই শিক্ষার্থী। গুলিবিদ্ধদের মধ্য সৌরভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহত অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেখ ফজলে রাব্বি। তিনি জানান, সৌরভের চোখের আঘাত গুরুতর। তাকে ঢাকায় চক্ষু ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় কেউ নিহত নেই।
কুমিল্লা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম জানান, কুমিল্লায় কোন শিক্ষার্থী মারা যায়নি। সংঘর্ষে¬র সময় দু’শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইনসে আশ্রয় নেন। পরে পুলিশ তাঁদের নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেয়।