৫মিনিটেই হাওয়া অটো রিকশাটি
২য়বারের মতো অটো রিকশা হারিয়ে দিশাহারা তাজু
প্রতিনিধি।।
২য়বারের মতো অটো রিকশা হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তাজুল ইসলাম তাজু। তিনি কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার পলাশী গলির বাসিন্দা। আজ রবিবার সন্ধ্যায় সাড়ে৭টার দিকে তার গলিতে এই চুরির ঘটনা ঘটে। একটা বাসায় মালামাল উঠিয়ে নিচে নেমে দেখেন তার অটো রিকশাটি নেই। ৫মিনিটেই রিকশাটির তালা ভেঙ্গে নিয়ে যায় চোর। ২য় অটো রিকশাটিও চুরি হওয়ায় শিশুর মতো কাঁদছেন তাজু। তিনি রোজগারের অবলম্বন হারিয়ে দু:চিন্তায় ভেঙ্গে পড়েছেন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তরুণ বয়সের এক চোর তার রিকশাটি নিয়ে যাচ্ছে। ৮মাস আগে নগরীর ঢুলিপাড়া এলাকায় তাকে অজ্ঞান করে তার প্রথম অটো রিকশাটি নিয়ে যায় ছিনতাইকারীরা। তিনি সুদে ঋণ নিয়ে ২য় রিকশাটি কিনেন। তিনি তার রিকশাটি ফেরত পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
ছবিতে: চুরিতে অভিযুক্ত যুবক।