খেলোয়াড়দেরকে উপজেলা প্রশাসনের পুরস্কার প্রদান

সানোয়ার হোসেন,চৌদ্দগ্রাম।।

পূর্ব ঘোষণা অনুযায়ী চৌদ্দগ্রাম বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করা দুই দলকে পুরষ্কৃত করেছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। বুধবার পৌরসভা হল রুমে দুই দলের হাতে উপহার স্বরূপ চেক তুলে দেন। গত ৭ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হয়ে পুরস্কার বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ দুই দলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কারের ঘোষণা দেন। আজ (১২ ফেব্রুয়ারি) দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাইদুর রহমানের উপস্থিতিতে ঘোষিত পুরষ্কার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রহমত উল্লাহ বলেন, ‘বর্তমানে বেশিরভাগ কিশোর, যুবকসহ প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন ডিভাইস চলে আসায় সবাই খেলাধুলা বিমুখ হয়ে গেছে। এমন সময়ে চৌদ্দগ্রাম বয়েজ ক্লাব এমন একটি প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরো বেশি করে খেলাধুলা আয়োজনে উৎসাহিত করতে হবে। খেলাধুলায় শরীর সুস্থ থাকে, যুবকরা মাদক ও ডিভাইস আসক্তি থেকে মুক্ত থাকতে পারে।’ এসময় তিনি চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ সংস্কারে টিআর কাবিখা থেকে ১ লাখ ৭০ হাজার টাকা উন্নয়ন বরাদ্দের কথা জানান।