হেমন্ত —- রেজাউল করিম রোমেল
নতুন ধানের গন্ধ নিয়ে
এলো হেমন্ত,
পিঠা পায়েস খাওয়ার সময় এলো
নয়তো মন্দ।
সোনার ধানে ভরে যায়
কৃষকের ঘর,
প্রতি বছর আসে বার বার
হয় না কভু পর।
হেমন্ত ঘোমটা ঢাকা
শীতের আগমনী বাণী শোনায়,
ছড়ায় শিশির মুক্তা
শীতের অনুভূতি জাগায়।
আগের মত যায় না দেখা
ফসলের ঋতু হেমন্ত,
প্রকৃতির এই পরিবর্তন
সবার জন্য মন্দ।