তরুণদের সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলাই হলো স্কাউটিং আন্দোলন

 লাকসাম উপজেলা স্কাউট সমাবেশ মুদাফরগঞ্জ আলী নওয়াব হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠীত হওয়া স্কাউট সমাবেশে পরিদর্শন  ও স্কাউটদের সাথে মতবিনিময় করেন   বাংলাদেশ স্কাউটস— কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো. আখতারুজ্জামান, কুমিল্লা জেলা স্কাউটস এর সহ সভাপতি অধ্যক্ষ এম নার্গিস আক্তার, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের প্রকাশনা কমিটির সদস্য ও কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা অঞ্চলের ডিআরসি সংগঠন ও বিধি মো.আবুল কাসেমএলটি। পরিদর্শনের সময় স্কাউটদের উদ্দেশ্যে আঞ্চলিক সম্পাদক আখতারুজ্জামান বলেন – স্কাউটরা সমাবেশে বিভিন্ন কর্মসূচীতে আনন্দের সহিত অংশগ্রহণ করে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পায়। অধ্যক্ষ এম নার্গিস আক্তার বলেন- সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে জন্ম নিয়েছে স্কাউটিং, বর্তমান বিশ্বে সর্বাধিক জনপ্রিয় এবং কল্যাণমুখী সংগঠন গুলোর মধ্যে স্কাউটিং অন্যতম। কুমিল্লা আইডিয়াল কলেজএর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন – তরুণদের সচেতন   নাগরিক হিসাবে গড়ে তোলাই হলো স্কাউটিং আন্দোলনের উদ্দেশ্য।
inside post
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার স্কাউটস এর কমিশনার রাশিদা বেগম, মুদাফরগঞ্জ আলী নওয়াব হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাআবদুল মান্নান মজুমদার, একই কলেজ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক কৃষ্ণ চন্দ্র ভৌমিক, সহকারী শিক্ষক অমর কৃষ্ণ কর্মকার, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস ইন স্কাউট লিডারসহ সমাবেশ কর্মকর্তাগন,সমাবেশে অংশগ্রহনকরী স্কাউট ইউনিট লিডার ও স্কাউট সদস্যরা।
আরো পড়ুন