কুমিল্লায় তারেক রহমানের ভিডিও কনফারেন্সে পুলিশের বাধা
প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর টাউনহল মিলনায়তনে যুবদল কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করে। সম্মেলনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পুলিশ বাধার চেষ্টা করে। এসময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। এসময় অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্মেলন শেষে ২০ জনকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কুমিল্লা নগরীর টাউনহল মিলনায়তনে যুবদল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করে। এক পর্যায়ে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন টুকু। টুকুর বক্তব্যের আগেই ভিডিও কনফারেন্সে যোগ দেন তারেক রহমান। টুকুর বক্তব্যের পর বক্তব্য শুরু করেন তারেক রহমান। এ সময় টাউনহলে প্রবেশ করেন কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচিসহ পুলিশের সদস্যরা। এসময় পুলিশের সাথে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার,দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তীতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন হলে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে প্রবেশ করেন।
পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, তারেক রহমান যুক্ত হবেন এমন কথা ছিল না। তারা ইফতার মাহফিল করার কথা ছিল। তারেক রহমান যোগ দিলে তাতে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। বাকবিত-ায় জড়িয়ে পড়া ২০ জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য- সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (কুমিল্লা বিভাগ) আনোয়ারুল হক।