শরীফ মাস্টার ও টিবি রোগীর গল্প

 

inside post

পাঠ প্রতিক্রিয়া:লুকোচুরি জীবন

মহিউদ্দিন মোল্লা।।
একেকটা মানুষ হাজারো গল্প ধারণ করে। কেউ প্রকাশ করেন, কেউ প্রকাশ করতে পারেন না। এক কথায় মানব জীবন বহু গল্পের সমষ্টি!
লুকোচুরি জীবন। লেখক: সফিকুল ইসলাম। উৎসর্গ করেছেন সহধর্মিনীকে। তাকে এত বছর সহ্য করার জন্য ৫টা পিএইচডি পাওনার কথা বলেছেন। এই ডিগ্রি মনে হয় একসময় ডাবল হয়ে যেতে পারে! সহধর্মিনীকে খুশি রাখার জন্য লেখকের ভালো চেষ্টা! বইয়ের প্রকাশক সৃজন। প্রচ্ছদ :রাজিব দত্ত। জ্যাকেট বাঁধাই ঝকঝকে ছাপার ৯৫ পৃষ্ঠার বইয়ের দাম ২৪০টাকা। প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩।
গল্প গুলো আমাদের চেনাজানা। চরিত্র গুলো ভাবনাপ্রবণ। ‘লুকোচুরি জীবন’ গ্রন্থে ১১টি গল্প রয়েছে। লুকোচুরি নামে কোন গল্প নেই। প্রথম গল্প আত্মউপলব্ধি। দুর্দান্ত গল্প দিয়ে ইনিংসের শুরু। এটা অনেকটা অনুসন্ধানী রিপোর্টিংয়ের মতো। একটা মানুষ কত রকম অনিয়ম করতে পারে তার বর্ণনা। রঙ ঢঙ সবই আছে। এক মনিরের কত গল্প! ড্রয়ারের উপাখ্যান আরেকটি ব্যতিক্রমী উপস্থাপনা। দোয়া প্রার্থনা গল্পে উঠে এসেছে মানুষের বিচিত্র চিন্তা ধারা। এখানে লেখক মানুষের হাঁড়ির খবর তুলে ধরেছেন। আনচান একটি ভালো মানের গল্প। কত কাছে-তবুও দূরে! বড় সাইজের গল্প হলেও বিরক্তি লাগবে না। পাঠক ওই চরিত্রে নিজেকেও ভাবতে পারেন। ঘুরতে পারেন। ৮০তলা হোটেলের রেস্তরাঁয় বসে চারপাশের আলো দেখতে পারেন। দাম্পত্যরস ভালো গল্প। সমাপ্তিতে বেশি নাটকীয় মনে হয়েছে। হাবুডুবু জীবন গল্পে শৈশব কৈশোর ফুটে উঠেছে। বাতির নিচে অন্ধকার গল্পে ফুটে উঠেছে বাল্য বিয়ের নানা দিক। গল্পের এই লাইনটা পাঠককে ভালো টানবে-দুপরের প্রখর রোদ। পিঠ পুড়ে যাবার মতো অবস্থা। রোদে পোড়া পাঠককে ভালো নাড়া দিতে পারবে। বাতিকগ্রস্থ জীবনে উঠে এসেছে সামাজিক অবক্ষয়ের কথা। এক আনার জীবনের বাহাদুরি নামটা সুন্দর হলেও এর ভুড়ির মেদ বেড়ে গেছে। মাতব্বরকে উত্তর দিতে গিয়ে সোহেল অনেক কথা বলে ফেলেছে। মাতব্বরের এতো সময় কোথায়? এটা কি বাংলা সিনেমার দুর্বল ভিলেনর মতো! বাস্তবের রূপকথায় সমাজের জন্য ভালো মেসেজ আছে।
শূন্য জীবনে ভালোবাসা গ্রন্থের শেষ গল্প। শেষটা ছক্কা দিয়েই শেষ করেছেন লেখক। ভৌতিক ও বাস্তবতা মিশেলের করুণ গল্প। বর্ণনায় লেখক মুন্সিয়ানা দেখিয়েছেন। এটি শরীফ মাস্টার ও টিবি রোগীর গল্প। টিবি রোগী মারা গেলে পাঠক ভাবতে পারেন গল্প শেষ। গল্প মূলত সেখান থেকে শুরু। এই বই পাঠককে ভাবনার খোরাক দিবে বলে বিশ^াস করি। লুকোচুরি জীবনের পাঠক প্রিয়তা ও লেখক সফিকুল ইসলামের জন্য শুভ কামনা।

 

আরো পড়ুন