‘দেবিদ্বারে কোন অপশক্তি ঈগলের বিজয় ঠেকাতে পারবে না’

প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ এক নির্বাচনী সমাবেশে বলেছেন, স্মার্ট ও উন্নত দেবিদ্বার গড়ে তুলতে আমি ঈগল প্রতীক নিয়ে এসেছি। আপনারাও আমাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন, এ হাজার হাজার মানুষের উপস্থিতি আজ প্রমাণ করেছেন।

inside post


চারদিকে ঈগল প্রতীকের জয়জয়কার। যার জন্য আমার বিরোধী পক্ষ হিংসায় জ্বলে-পুড়ে মরছে। তাঁরা প্রতিনিয়ত ঈগল মার্কার নেতা-কর্মীদের নানাভাবে বাধা দিচ্ছে। সভা সমাবেশ যোগ দিতে বাধা দিচ্ছে।  আমি বলব যত বাধাই আসুক, ঈগল মার্কার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে আমার কর্মী সমর্থকরা। আমি আপনাদের কথা দিচ্ছি, দুর্দিনে যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, সাহস যুগিয়েছেন আমিও আপনাদের পাশে থাকব, আপনারা সবার আগে আমাকে পাশে পাবেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭ টায় বড়শালঘর হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। বীরমুক্তিযোদ্ধা সামসুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের প্রতিষ্ঠাকালীন  সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য কালিপদ মজুমদার, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম সওদাগর, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজি তুহিন, বড়শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো জহিরুল ইসলাম জারু,  বড়শালঘর  ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো ইউনুছ মাস্টার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউছার হায়দার প্রমুখ।

আরো পড়ুন