ভোট উৎসবমুখর হওয়া নিয়ে শঙ্কা

 

inside post

কুসিক উপ-নির্বাচন

মহসীন কবির।।
আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-
নির্বাচন ঘিরে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য
প্রার্থীরা। তবে বিগত সিটি নির্বাচনগুলোর মতো এবারের
ভোট উৎসবমুখর হবে কিনা এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে ধারণা
কুমিল্লার সুশীল সমাজের প্রতিনিধিদের। কারণ সাম্প্রতিক সময়ের অনুষ্ঠিত
জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে ভোটারদের মধ্যে এক ধরনের অনাগ্রহ
লক্ষ্য করা গেছে বলে তারা জানান। মূলত ভোট কেন্দ্রে দুর্বৃত্তায়ন প্রতিপক্ষকে
ঘায়েলের অপচেষ্টা ও ভীতি ছড়ানোর কারণে এমনটি হয়েছে বলে তাদের
দাবি। তাই এবার এসব বিষয় লক্ষ্য রাখতে পরামর্শ দিয়েছেন ইসিসহ
সংশ্লিষ্টদের প্রতি। তাছাড়াও নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা যানজট ও
জলাবদ্ধতা নিরসনে প্রকৃত উদ্যোগ নেবেন এমন নগরপিতা পেতে চান
তারা। সিটি নির্বাচন নিয়ে বিস্তারিত কথা বলেছেন কুমিল্লার প্রাচীন পত্রিকা
সাপ্তাহিক আমোদ‘র সাথে।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে- শাহ মোহাম্মদ আলমগীর
খান
কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর
হবে। এটি সবার কাছেই প্রত্যাশিত। অন্যথায় সঠিক নেতৃত্ব নির্বাচিত হবে না।
তাই সব পক্ষের জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি।
অন্যদিকে প্রার্থীদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাহলেই একটি
গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে। এক্ষেত্রে ইসি ও স্থানীয়
প্রশাসনের আন্তরিকতা দরকার। জনগণের রায়ে বিজয়ী মেয়র নগরবাসীর
দীর্ঘ দিনের সমস্যা যানজট ও জলাবদ্ধতা নিরসনে অগ্রণী ভূমিকা রাখবেন
এই প্রত্যাশা।

গণমুখী নগর পিতা চাই-বদরুল হুদা জেনু
কুমিল্লা একটি ইতিহাস-ঐতিহ্যবাহী জেলা। তাই এখানে দরকার একজন
গণমুখী ও দায়িত্বশীল নগরপিতা। যিনি হবেন সামাজিকভাবে পরিচিত ও
গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। অথচ মেয়র প্রার্থী হিসেবে এমন সব লোকদের নাম
শোনা যায়, যাদের সম্পর্কে সাধারণ মানুষের ন্যূনতম ধারণাও নেই। তাই
সব সময় মন্দের ভালোকে বেছে নিতে বাধ্য হন। অবশ্য সঠিক নেতৃত্ব
নির্বাচন করতে ভোটারদেরও সচেতন হতে হবে। স্থায়ীভাবে যানজট-
জলাবদ্ধতা দূরীকরণ,পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশনে কার্যকরী
উদ্যোগ নিতে পারেন এমন দক্ষ ও আন্তুরিক নেতৃত্ব জরুরি। বিগত
দিনগুলোতে যে উন্নয়ন হয়েছে, নগরপিতাদের পরিকল্পিত উদ্যোগ থাকলে তা
আরও সুপরিসর হতো। এবার সুষ্ঠু নির্বাচনে বিজয়ী মেয়র নাগরিক সুবিধা
নিশ্চিত করবেন ও সমস্যা সমূহ চিহ্নিত করে পরিকল্পিত উদ্যোগে নেবেন।
এমন প্রত্যাশা থাকতেই পারে।

সঠিক নেতৃত্ব বাছাইয়ে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই- ডা. গোলাম
শাহজাহান
কুমিল্লাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে দরকার যোগ্য,
দক্ষ ও মানবিক নগর পিতা। যিনি মানুষের শিক্ষা-স্বাস্থ্যসহ নাগরিক
সুবিধা সমূহ যথাযথ বাস্তবায়ন করবেন। বিশেষ করে যানজট নিরসন,
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার
সংস্কার ও সাংস্কৃতিক কর্মকা-কে বেগবান করবেন এমন নেতৃত্ব সবারই
কাম্য। তাই সঠিক কাণ্ডারী বাছাইয়ে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার বিকল্প
নেই।

ভোটারদের অনিহা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে
-আলী আকবর মাসুম
বিগত কয়েকটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের
অনীহার স্পষ্ট চিত্র দেখা গেছে। এর নেপথ্যে কারণ কী? তা খুঁজে বের
করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ইসিসহ সংশ্লিষ্টদের। কুমিল্লা সিটি
করপোরেশনের উপ-নির্বাচনে ভীতিমুক্ত পরিবেশ পেলে ভোটাররা কেন্দ্রে
যাবেন বলে আমার বিশ্বাস। তবে এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও যথাযথ
ভূমিকা পালন করতে হবে। এই নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে
পারলে আগামী দিনে সারা দেশের সব ধরনের নির্বাচনে ধাপে ধাপে
ভোটারদের অনিহা দূর হবে। একটি সফল ভোট বিপ্লবের মাধ্যমে নির্বাচিত
মেয়র দুর্বৃত্তায়ন ও দুর্নীতিমুক্ত নগরভবন গড়বেন ভোটাররা সে চিত্র
দেখতে চায়।

পেশিশক্তিহীন নির্বাচন জরুরি- মাহমুদা আক্তার
যেকোনো নির্বাচনে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে যোগ্য
নেতৃত্ব নির্বাচিত করা যায়। তাই কুমিল্লা সিটি করপোরেশনের উপ-
নির্বাচনেও পেশী শক্তিহীন নির্বাচন হওয়া জরুরি। অন্যথায় এ বিশাল
জনগোষ্ঠীর পক্ষে প্রতিনিধিত্বের চেয়ার বসবেন ভুল ব্যক্তি। একটি অবাধ ও
গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামীতে কুমিল্লা হবে অনন্য দৃষ্টান্ত। এ
বোধকে সামনে রেখে কাজ করতে হবে ইসিসহ সংশ্লিষ্টদের।

আরো পড়ুন