কুমিল্লার সরকারি হাসপাতালে রয়েছে পর্যাপ্ত এন্টিভেনম

হাসিবুল ইসলাম সজিব ।।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেল’স ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কুমিল্লায় এমন কোন ঘটনার এই পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। এনিয়ে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, প্রতিটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনম (সাপের দংশনের প্রতিষেধক) মজুত রয়েছে। রাসেল’স ভাইপার কামড় দিলে নিকটতম স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এন্টিভেনম (সাপের দংশনের প্রতিষেধক) দিতে হবে।
কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ নাজমুল আলম, সাপ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। তবুও যদি কাউকে সাপ দংশন করে তাহলে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। কারণ প্রতিটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনম (সাপের দংশনের প্রতিষেধক) মজুত রয়েছে।

inside post
আরো পড়ুন