‘বর্তমান সরকারকে বিপদে ফেলতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি’

ডাক্তারদের উপর হা’মলার প্রতিবাদ এবং স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

হাসিবুল ইসলাম সজিব।।

সারাদেশে ডাক্তারদের উপর হা’মলার প্রতিবাদে এবং স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ সেপ্টেম্বর (সোমবার) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এনডিএফ কুমিল্লা শাখা যুগ্ম সেক্রেটারি ডা. মোঃ জুয়েল রানা সঞ্চালনায় ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন এনডিএফ কুমিল্লা শাখা সহ সভাপতি প্রফেসর ডাঃ সফিকুর রহমান পাটোয়ারী, প্রফেসর ডাঃ নাসির উদ্দিন মাহমুদ, সেক্রেটারি ডাঃ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম সেক্রেটারি প্রফেসর ডাঃ মোঃ জহিরুল আলম, ডাঃ মোঃ আরিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ কাউছার হামিদ, কোষাধ্যক্ষ ডাঃ আব্দুর রহিম, সমাজ সেবা সম্পাদক ডাঃ জাবেদ আহমেদ প্রমুখ।

সেক্রেটারি ডাঃ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। এখানে তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছিল। আমরা এসবের পক্ষে নই। তবে আমাদের দাবি, চিকিৎসকদের সুরক্ষা দিতে হবে। আমরা সুরক্ষিত থাকলে কথা দিচ্ছি, রোগীদের সুরক্ষার জন্য সর্বোচ্চ কাজ করব৷ জনগণের সহায়তা নিয়ে জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাব।

সহ সভাপতি প্রফেসর ডাঃ সফিকুর রহমান পাটোয়ারী বলেন, ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে ২৪ ঘণ্টাই সেবা কার্যক্রম চলে। সেখানে ডাক্তারদের ওপর হামলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন বাতিল করুন। আমরা আপনাদের বক্তব্যে আশ্বস্ত হয়েছি। আপনাদের প্রতি আশ্বস্ত থাকতে চাই।