ত্রিমুখী সংঘর্ষে আহত ২০জন, ৭ ঘন্টা বন্ধ যান চলাচল

কুমিল্লা -সিলেট আঞ্চ‌লিক মহাসড়‌ক

inside post

আল-আমিন কিবরিয়া।।
কুমিল্লা-সি‌লেট আঞ্চ‌লিক মহাসড়কে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় দে‌বিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা হয়।

দুর্ঘটনায় আহত হয় ২০জন। যান চলাচল বন্ধ ছিলো ৭ ঘন্টা। যান চলাচল বন্ধ থাকায় দুর্ঘটনাস্থল থেকে যানজট ছড়িয়ে পড়ে ৮ কিলোমিটার সড়কজুড়ে। এতে বিকাল সাড়ে চারটা পর্যন্ত দুর্ভোগে পড়েন এ সড়ক ব্যবহারকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টায় সড়কের চরবাকর এলাকায় একটি মালবাহী ট্রাকের চাকা ফেটে সড়কেই থুব‌ড়ে প‌রে। এ সময় একটি কাভার্ডভ্যানের সা‌থে ধাক্কা লাগে ট্রাকটির। দুমড়ে মুচড়ে যায় কাভার্ডভ্যানটির সামনের অংশ। একই সময় কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা লাগে একটি যাত্রীবাহী বাসেরও। ধাক্কা খেয়ে বাসটি উল্টে প‌ড়ে সড়কের পাশে। আহত হন ২০জন। স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য ক‌মপ্লেক্সে নিয়ে যান।

মিরপুর হাইওয়ে ফাঁড়ি থানার সহকারী উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, একটি রেকার দিয়ে দুর্ঘটনা কব‌লিত ট্রাক সরানোর হয় বেলা ৩টার দিকে। তারপর সড়কে এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। তবে কাভার্ডভ্যানটি ভারী হওয়ায় সড়ক থেকে সরাতে আরো একটি রেকারের প্রয়োজন হয়। কাভার্ডভ্যানটি সরানো হয় সন্ধ্যা ছয়টার দিকে।

 

আরো পড়ুন